প্রকাশিত: Wed, Dec 14, 2022 12:45 PM
আপডেট: Sun, Jan 25, 2026 6:12 PM

একাত্তরের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: ওবায়দুল কাদের

সালেহ্ বিপ্লব: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বুধবার সকালে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে সরকারের প্রক্রিয়া অব্যাহত আছে। এ বিষয়ে কিছুটা অগ্রগতিও হয়েছে। সেতুমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাইছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এই ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়াচৌধুরী, ড. আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদহোসেন ও আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব  বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় অংশ নেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত ছিলেন। 

সেতুমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সরকার একের পর এক উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করছে। বিশে^র বুকে বাংলাদেশকে সম্মানের জায়গায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিলো, দেশের এই উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না। একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে তারা দেশকে ধ্বংস করতে চাইছে। পরাজিত এই শত্রæদের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। সম্পাদনা: খালিদ আহমেদ